ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার আসছে ‘দাবাং থ্রি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘দাবাং’। সালমান খান অভিনীত সিনেমা। ইতিমধ্যে এর প্রথম দুটি কিস্তি দর্শক দেখেছে। মুক্তির পর দারুণ সাড়াও ফেলেছে। বক্স অফিসে হিট ও রেকর্ড করা এই সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন প্রযোজক আরবাজ খান।

ভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে তিনি জানান, সালমান খান এখন ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যার ফলে চলতি বছর সিনেমার শুটিং করা সম্ভব হবে না। তাই আগামী বছর ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে ‘দাবাং থ্রি’ শুরু হবে।

আট বছর আগে ২০১০ সালে অভিনব কাশ্যপ নির্মাণ করেন ‘দাবাং’। তখন সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এরপর দুই বছর বিরতি দিয়ে ২০১২ সালে নির্মিত হয় সিক্যুয়াল ‘দাবাং টু’। এটিতেও জুটি বাঁধেন সালমান-সোনাক্ষী।

এবার আসছে তৃতীয় কিস্তি। তবে অপেক্ষা আরও কিছুদিন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি