তবুও মনে পড়ে ...
প্রকাশিত : ১২:৩১, ২৮ অক্টোবর ২০১৮
একটা সময় ছিল যখন দুজন ছিলেন দুজনার সব চেয়ে আপন। এরপর অনেক ঘটনা। যা সবার জানা। বিচ্ছেদের মধ্য দিয়ে সব সম্পর্ক ছিন্ন হওয়ার পথে। শুরু হয় ঠান্ডা লড়াই। যা নিয়ে আদালতে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা যায় দুজনকে। তবুও এক সময়ের সেই প্রিয় মানুষ ব্রাড পিটকে খুব মিস করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু জোলি পিটকে মিস করলেও পিট জোলিকে ছাড়া বেশ ভালো আছেন।
এ মূহুর্তে কাটগড়ায় দাঁড়িয়ে প্রিয় মানুষের সঙ্গে ঠান্ডা কথার লড়াই চালাতে আর ভালো লাগছে না জোলির। এই বাজে সময়টা থেকে মুক্তি চাইছেন তিনি।
জোলির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘পিটের সঙ্গে জোলি যোগাযোগ করেন নিজের সহকারীর মাধ্যমে। অপরদিকে আইনি বিষয়ে কথা বলেন তার আইনজীবী। আর এজন্য অনেক দিন কথা হয় না দুজনার। এ অবস্থায় পিটের সঙ্গে কথা বলার জন্য ব্যকুল হয়ে আছেন জোলি। এমনকি মাঝে মাঝে তিনি আবেগপ্রবণ হয়ে পিটকে খুজতে থাকেন।’
অপরদিকে ব্রাড পিটের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে ভিন্ন কথা। পিট নাকি জোলিকে ছাড়া বেশ ভালোই আছেন। সেভাবেই তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন। একবারের জন্যও তিনি ‘সাবেক’ প্রেমিকাকে মিস করেন না। আর করতেও চান না।
সূত্র : হলিউড লাইফ
এসএ/