ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘# মি টু’ আন্দোলন

গোপন কথা প্রকাশ করলেন ইয়াশিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে চলছে ‘# মি টু’ আন্দোলন। তনুশ্রী দত্তের অভিযোগের পর তার মত অনেকেই এই আন্দোলনে অংশ নিয়েছেন। নতুন করে এবার যুক্ত হলেন তামিল তারকা ইয়াশিকা আনন্দ।

সম্প্রতি ইয়াশিকা বলেছেন, ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় পরিচালক তার কাছ থেকে ‘যৌনসুবিধা’ নিতে চেয়েছিলেন। সেই পরিচালক সরাসরি তার মায়ের কাছে এনিয়ে প্রস্তাব দিয়েছিলেন।

এই অভিযোগের পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন।

অভিনেত্রী বলেন, ‘একবার তিনি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, যিনি তার সঙ্গে ‘সীমা অতিক্রম’ করেছিলেন। পুলিশ স্টেশনেই ওই কর্মকর্তা তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।’

একই সঙ্গে ইয়াশিকার অভিযোগ, একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক ও টিমের অন্যরা তার সঙ্গে বাজে আচরণ করেছিলেন।

উল্লেখ্য, ইয়াশিকা দক্ষিণের বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘ধুরুবঙ্গল পথিনারু’ ও ‘নোটা’র মতো দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন।

ইয়াশিকা আনন্দকে সর্বশেষ বিজয় দেবারাকোনডার ‘নোটা’ সিনেমা দেখা গেছে। তার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ বৈরামুথু, রাধা রবি, সুসি গনেশ ও জন বিজয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি