ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খারাপ মা বলে শ্বেতাকে ট্রোল, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন আগে পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা সালভে। সেখান থেকে তিনি হাতে ওয়াইনের গ্লাস এবং সিগারেট নিয়ে ছবি পোস্ট করেন সোশ্যাল সাইডে। ছবিগুলো প্রকাশ পেতেই নিন্দার ঝড় ওঠে।

‘হিপ হিপ হুররে’র এই অভিনেত্রী প্রথমে ইন্সটাগ্রামে ছবিগুলো পোস্ট করেন। সেখানে কেউ কেউ তার সমালোচনা করে বলেন, ‘মেয়ের জন্য খারাপ উদাহরণ তৈরি করছেন তিনি।’

এর পরে শ্বেতা ছবিতে ক্যাপশনও দেন। লেখেন- ‘হ্যাঁ আমি স্মোক এবং ড্রিঙ্ক করি। আমি সত্যিই বাস্তবে এরকম। আমি কেমন মানুষ বা কেমন মা তার বিচার করার অধিকার কারও নেই। আমি এ নিয়ে কথা বলি না এবং চাই না কেউ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলুক। তবেই পারস্পরিক সম্মান বজায় থাকবে।’

তিনি আরও লেখেন- ‘স্মোকিং আর ড্রিঙ্কিং কী ভাবে আমাকে খারাপ মা-তে পরিণত করে? আপনি কি আমায় নিজের জীবন ব্যর্থ করতে দেখেছেন। দেখেছেন কী যে আমি নিষ্কর্মা হয়ে বসে আছি? কখনও কী আমি বাচ্চার অযত্ন করছি। অথবা কাজে ফাঁকি দিচ্ছি এমনটা দেখা গিয়েছে? আমি অনেক ধরনের কাজ করি, আমি অভিনেত্রী, নর্তকী এবং এন্ত্রেপ্রেনর। আমি এ দেশের দু`টো শহরে সফল ভাবে বাস করি। হয়তো আমার কথাটা শুনতে খুব কড়া লাগবে কিন্তু কখনও আমার ক্ষমতা নিয়ে কথা বোলো না।’

উল্লেখ্য, ২০১২ সালে শ্বেতা বহুদিনের বয়ফ্রেন্ড হারমিত শেঠিকে বিয়ে করেন। তাদের একটি দু`বছরের মেয়ে রয়েছে। তার নাম আর্যা।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি