ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করবা চৌথ পালন

আনুশকার জীবনে বিরাট ‘সূর্য, চন্দ্র, তারা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রতি বছরের মত এবারও করবা চৌথ (স্বামীর মঙ্গল কামনা) পালন করেছেন বলিউড তারকারা। ঐশ্বরিয়া, শিল্পা শেঠি, কারিনা কাপুর, কেউই বাদ যাননি এই তালিকা থেকে। তবে এবারের করবা চৌথটা বিরাট কোহলি ও আনুশকা শর্মার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর এটাই তাদের প্রথম করবা চৌথ। স্বামীর মঙ্গল কামনায় এদিন অন্যান্য ভারতীয় নারীর মতো করবা চৌথের ব্রত রেখেছেন অনুশকা।

গত শনিবার ছিল সেই দিন। এ দিন হলুদ রঙের শাড়িতে দেশি অবতারে বিরাট ঘরণীকে ভীষণই গর্জিয়াস দেখাচ্ছিল। আর বিরাটের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। করবা চৌথের দিন রাতে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে কাছের মানুষটির সঙ্গে ছবি তুলেছেন আনুশকা। জ্যোৎস্নার আলোয় এদিন বিরাটের পাশে আনুশকাকে দেখাচ্ছিল আরও বেশি মোহময়ী।

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট স্বীকার করে নিয়েছেন যে আনুশকাই তার জীবন ও ব্রহ্মাণ্ড। একই ভাবে অনুশকাও বিরাটকে তার জীবনের সূর্য, চন্দ্র, তারা এবং সমস্তকিছু বলে উল্লেখ করেছেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি