ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হিনা খানের বিপরীতে এবার রোহিত শর্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় সিরিয়াল ‘কসৌটি জিন্দাগি কে টু’-তে অভিনেত্রী হিনা খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন রোহিত শর্মা। তিনি এতে গৌরবের ভূমিকা পালন করবেন।

সাড্ডা হক খ্যাত এই অভিনেতা জানান, তিনি হিনা খানের বিপরীতে অভিনয় করার জন্য বেশ উত্তেজিত।

রোহিত বলেন, ‘আমি একজন পজিটিভ ব্যক্তি গৌরবের ভূমিকায় অভিনয় করব। হিনা খানের বিপরীতে অভিনয় একটি বড় দায়িত্ব এবং অনেক চাপও। আপাতত এটি একটি ক্যামিও। তবে বেশ বিশিষ্ট চরিত্র, যা স্পষ্টতই প্রভাব ফেলবে।’
বালাজি টেলিফিল্মের সঙ্গে আগে ‘কসম তেরে প্যায়ার কি’ তেও অভিনয় করেছেন রোহিত।

এ বিষয়ে রোহিত জানান, তিনি আবারও এই দলের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত।

তিনি আরও বলেন, ‘এই প্রোডাকশনটি আমার কাছে একটি পরিবারের মত। তাদের সঙ্গে কাজ করা একটি সুবর্ণ অভিজ্ঞতা। আমি একতা ম্যাডামের (কসৌটি জিন্দাগি কে টু-এর প্রযোজক) কাছে কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে একটি শক্তিশালী ভূমিকা পালন করার সুযোগ দিয়েছেন।’

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন শো ‘কসৌটি জিন্দগি কে’। এর দ্বিতীয় পর্বের প্রিমিয়ার হয়েছে সেপ্টেম্বরে। এতে প্রেরণা শর্মার ভূমিকায় দেখা যাবে এরিকা ফার্নান্দেজকে এবং অনুরাগ বসুর চরিত্রে আছেন পার্থ সামথান।

সূত্র : আইএএনএস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি