ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আনিসুল হকের অনুষ্ঠান উপস্থাপনা করবেন তুষার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:২১, ৩১ অক্টোবর ২০১৮

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থাপনায় ‘সবিনয়ে জানতে চাই’। রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবর্গের অংশগ্রহণে সেই সময়ে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন ডা. আব্দুন নূর তুষার। আর এবার নাগরিক টিভিতে ‘সবিনয়ে জানতে চাই’ নিয়ে আসছেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টায় অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হবে। এরপর একই বার ও একই সময়ে এটি দেখা যাবে নাগরিক টিভির পর্দায়। অনুষ্ঠানে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী আসন, প্রার্থী ও জনগণের ওপর নির্বাচনী প্রভাব, সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ অনুষ্ঠানে আব্দুন নূর তুষার অতিথিদের কাছে জবাবদিহিমূলক একাধিক প্রশ্ন করবেন এবং আর অতিথিরা সেই প্রশ্নের জবাব দেবেন। এছাড়া প্রতি পর্বে দু’জন প্রতিথযশা সাংবাদিক/ সমাজকর্মী অতিথিকে প্রশ্ন করবেন। পাশাপাশি দর্শকরাও অংশ নিতে পারবেন এতে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি