ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইলিয়ানার সঙ্গে রসায়ন দর্শক পছন্দ করবে: আব্রাহাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:২৮, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নতুন সিনেমায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম আর সেক্স আইডল ইলিয়ানা ডি ক্রুজ। সিনেমাটির নাম ‘সাদি সাতি’। এ পরিচালক আনিস বাজমি। ছবিটি কমেডি ঘরানার।

সিনেমা প্রসঙ্গে তিনি জানান, ‘হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী “সাদি সাতি” হচ্ছে কোন ব্যক্তির সব থেকে খারাপ সময়। সবকিছু ভুল হয়ে যেতে পারে। আমার সিনেমা কমেডির বিষয়বস্তু সেখান থেকে নেয়া।’

সিনেমাটির চিত্রনাট্য লিখতে ছয় মাস সময় নিয়েছেন আনিস। তারপর তিনি জন আব্রাহামকে সিনেমায় অভিনয়ের জন্য নির্বাচিত করেন। আনিস বলেন, ‘যখন জন চিত্রনাট্য শোনেন তখন তিনি মুখের ভাষা হারিয়ে ফেলেন। সাথে সাথে অভিনয় করতে রাজি হয়ে যান। আমার মনে হয় এই সময়ে হাসি-খুশির সিনেমা খুব দরকার।’

সিনেমায় জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজকে। ইলিয়ানা সম্পর্কে জন বলেন, আমি এর আগেও ইলিয়ানার সঙ্গে কাজ করেছি। সে খুব পেশাদার অভিনেত্রী। আমি বিশ্বাস করি নতুন সিনেমাতেও তার সঙ্গে আমার ভালো জুটি গড়ে উঠবে। পর্দায় ইলিয়ানার সঙ্গে আমার রসায়ন দর্শক পছন্দ করবে।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি