ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জ্যাসলিন আমাকে সিড়ি হিসেবে ব্যবহার করেছে : অনুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভজন-সম্রাট অনুপ জলোটা ও মডেল-শিল্পী জ্যাসলিন মাথারু জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি টিভি শো বিগ বসের এবারের ১২তম মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।এ অনুষ্ঠানের সঞ্চালক হলেন বলিউড সুপারস্টার সালমান খান।

বিগ বসের এই অনুষ্ঠানে গিয়ে নিজের অর্ধেকেরও কম বয়সের বান্ধবীকে নিয়ে প্রথম দিন থেকেই আলোচনায় আসেন ৬৫ বছরের অনুপ। ২৮ বছরের জ্যাসলিন মাথারু। তাদের দুজনের বয়সের ব্যবধান ৩৭ বছর।

বিগ বসের অনুষ্ঠানে অনুপ-জ্যাসলিন ঘোষণা দেন যে, তারা চুটিয় প্রেম করছেন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।

তবে এবার অনুপ জ্যাসলিনকে নিয়ে অন্য এক বোমা ফাঁটালেন। তিনি সম্প্রতি ঘোষণা দেন যে, জ্যাসলিন নাকি ওই অনুষ্ঠানে তাকে সিড়ি হিসেবে ব্যবহার করেছেন মাত্র।

অনুপ বলেন, ‘সে আমার জনপ্রিয়তার কাঁধে চড়তে চেয়েছিল... যা সে করেছে। আমি খুবই ইতিবাচক মানুষ এবং মনে করি, কাউকে যদি সাহায্য করতে পারি, তবে করব। ওই প্ল্যাটফর্মে সে যদি আমাকে ব্যবহার করে, আমি খুশি এবং তা করে সে সফলও হয়েছে।’

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি