ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শৈশবেই যৌন হেনস্থার শিকার পার্বতী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে ‘মি টু’ ঝড়ে বিধ্বস্ত বলিউডের একাংশ। নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর থেকে একে একে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। এবার যৌন হেনস্থা এবং শারীরিক নিগ্রহ নিয়ে সরব হলেন অভিনেত্রী পার্বতী।

মুম্বাইতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পার্বতী জানান, ‘খুব ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৩ অথবা ৪। আর ওই বয়সেই শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল তাকে। কিন্তু, তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছেন, সেটা বুঝতে তার প্রায় ১৭ বছর সময় লেগেছিল। শুধু তাই নয়, হেনস্থা নিয়ে মুখ খুলতে লাগে আরও ১২ বছর। অর্থাৎ সেই ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ায়, প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি বলে জানান পার্বতী। তবে ‘মি টু’ নিয়ে সরব হওয়ার সময় নারী, পুরুষের বিভাজন সবার আগে সরিয়ে রেখে, তবেই কথা বলা উচিত বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

এদিকে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর এবার সোশ্যাল মিডিয়া থেকে বেশ দূরে রয়েছেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। এমনকি নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে রেখেছেন তনুশ্রী।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি