ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভের ভয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:২১, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে বলিউড মাতাচ্ছে তরুণ প্রজন্ম। বিশেষ করে রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, আনুষ্কা শর্মা’র মতো তারকারা। তাদের অভিনয় দক্ষাতা নিয়ে কোন প্রশ্ন নেই। বেশ দক্ষতার সঙ্গে তারা নিজেদের চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলেন। আর সেখানে ভয় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের।

তিনি জানালেন, আলিয়া, দীপিকা ও আনুষ্কার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে তিনি ভয় পান। কারণ তার আশঙ্কা, এদের সঙ্গে কাজ করলে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে তার।

যদিও নিতান্তই মজার ছলে মন্তব্যটি করেছেন তিনি।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শোয়ের একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, ‘বলিউডের নতুন প্রজন্মের মধ্যে আলিয়া, আনুশকা ও দীপিকারা সত্যিই শক্তিশালী অভিনেত্রী। আমি ওদের সঙ্গে কাজ করতে ভয় পাই। দীর্ঘদিন ধরে আমরা যারা কাজ করছি, তারা এখনও ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি