ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কেউ উৎসাহ দেয়নি : ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ মুক্তি পেতে যাওয়া ‘জিরো’ ছবিতে তার অভিনয় নিয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি তিনি বলেন, ‘জিরো’ ছবিতে আমার করা অভিনয় কোনো শিল্পী থেকে উৎসাহ পেয়ে করা হয়নি।    

জিরো ছবিতে তার অভিনয় নিয়ে বলা হয়েছে যে, ক্যাটরিনা কাইফ হয়তো হলিউডের অভিনেত্রী ডেমি মোর এবং লিন্ডসে লোহানের কাছ থেকে উৎসাহ পেয়ে থাকতে পারেন।  

কিন্তু ক্যাটরিনা দাবি করেন ‘জিরো’ ছবিতে তার করা অভিনয় ডেমি মোর বা লিন্ডসে লোহানের কাছ থেকে উৎসাহ পেয়ে করা হয়নি।      

ক্যাটরিনা বলেন, জিরো ছবিতে আমার অভিনয়ে আন্তরিকভাবে সাহায্য করেছেন আনন্দ স্যার এবং ছবির লেখক হিমানসু।     

তিনি বলেন, ছবিতে অভিনয় করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমরা একত্রে নতুন কিছু করার চেষ্টা করেছি।  

ছবিতে শাহরুখ খানকে অনুশকা এবং ক্যাটরিনার সঙ্গে রোমান্স করতে দেখা গেছে।

এ ছবি নিয়ে শাহরুখ বলেন, এটি অন্য আট দশটার মতো ভালোবাসার গল্প নয় বরং এটি সত্য ভালোবাসা নিয়ে তৈরি একটি ‍গল্প।

 ‘জিরো’ ছবির পরিচালক আনন্দ এল. রায় বলেন, এটি মূলত একজন সাহসী মানুষের গল্প। যেখানে ওই ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছতে পরিশ্রম করে গেছেন।

তিনি আরো বলেন, এটি হচ্ছে সাধারণ মানুষের জয়যাত্রার গল্প। জীবনে সমালোচনা এবং প্রতিবন্ধকতা জয় করে কিভাবে জয়ের বন্দরে পৌঁছা যায় তাই চিত্রায়িত করা হয়েছে।

 

তথ্যসূত্র: জি নিউজ

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি