ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার জন্মদিনে কী উপহার দিলেন অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেখতে দেখতে ৪৪ বসন্ত পার করেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। দু’দিন আগে ৪৫ তম জন্মদিন উদযাপন করলেন বেশ আমুদেই। গোয়ায় স্বপরিবারে অন্যরকম একটি দিন কাটে ঐশ্বরিয়ার জন্মবারে।

জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই একাধিক শুভেচ্ছাবার্তা আসছে ঐশ্বর্যের জন্য। তবে বিশেষ দিনে, বিশেষ মানুষটির কাছ থেকে উপহার পাওয়ার অনুভূতিই আলাদা!

ঐশ্বর্যর সঙ্গে এক বিজ্ঞাপনী ভিডিওতে অভিষেকের একটি সংলাপ খুবই জনপ্রিয় হয় একটা সময়। যে সংলাপের শুরুতে ছিল `যো বিবি সে করে প্যার..` , আর স্ত্রী কে যিনি সত্যিই ভালোবাসেন , তিনি যেকোনো রকম উপহার দিতে পিছপা হননা!

স্ত্রী অ্যাশের জন্মদিনে তাই সারপ্রাইজ দিতে ভোলেননি অভিষেকও। জন্মদিনের উপহার হিসাবে এবার অ্যাশকে নিয়ে গোরা বেড়াতে যান অভিষেক।

এর আগে, হুগলিতে অনুরাগ বসুর ছবির শ্যুটিং এ ব্যস্ত ছিলেন অভিষেক। হুগলির তামিলিপাড়ায় সেই শ্যুটিং -এর পর্ব শেষ হতেই, সোমবার অ্যাশকে নিয়ে গোয়া রওনা হন অভিষেক। এছা়ডাও শোনা যাচ্ছে, অ্যাশের জন্য গতরাতে একটি সারপ্রাইজ পার্টিরও আয়োজন করেন তিনি। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠরা।

সূত্র : ওয়ান ইন্ডিয়া।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি