ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘বিয়ে করছে, আমি কী করব?’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একসময় প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানকে নিয়ে নানা গুঞ্জন ছিল। সেই গুঞ্জন এক সময় মিলিয়ে যায়। এখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আর এদিকে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের জিরো সিনেমাটি। এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করে বসেন।   

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের বিয়ের প্রসঙ্গে আসলে এক প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেছেন, এটা ভালো যে সবাই বিয়ে করছে। কিন্তু এতে আমার কী করণীয়? বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা। ওরা বিয়ে করছে, এটা ওদের কাছে খুব আনন্দের। এরপর সন্তান হবে। তাতেও বা আমি কী করব? আমার যা করার ছিল, তা আমি করে ফেলেছি। আমি কি একের পর এক বিয়ে করে যাব?

‘জিরো’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা বিরক্তি ও কিছুটা রসিকতা মিশিয়ে এ কথা বলেন কিং খান। এই মন্তব্যের পর সাংবাদিকদের কারও কারও দাবি, হয়ত প্রিয়াঙ্কার প্রতি গাত্রদাহ আছে শাহরুখের। তাই নাম না নিয়ে রসিকতার সুরে বিষয়টি লঘু করেছেন তিনি।

তবে বিয়ের খবরে দীপিকাকে অভিনন্দন জানিয়ে শাহরুখ বলেন, ওর প্রতি আমার ভালবাসা রইল। ঈশ্বর ওদের সুখ ও সমৃদ্ধি দিক। খবরটা পাওয়ার পরের দিনই আমি ওকে ফোন করেছিলাম। বলেছিলাম, আমার মতো তোমাদেরও বিবাহিত জীবন সুখের হোক।

গুঞ্জন আছে, প্রিয়াঙ্কার বিয়েতে নাকি তার সাবেক বয়ফ্রেন্ডরা নিমন্ত্রিত হচ্ছেন না। যাদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর, হরমন বাওয়েজা। এছাড়া আছেন আরও একজন। এই ‘আরও একজন’ নাকি শাহরুখ খান, বলছে টিনসেল টাউন। তবে এটা নিশ্চিত হওয়া যাবে ২ ডিসেম্বর। তবে ইতালির লেক কোমোতে অনুষ্ঠিতব্য দীপিকা-রনবীরের বিয়েতে শাহরুখ যে উপস্থিত থাকছেন, সেটা প্রায় নিশ্চিত।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি