ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এবার যুক্তরাষ্ট্রে ‘দেবী’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ৫ নভেম্বর ২০১৮

বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘দেবী’। ইতোমধ্যে আমেরিকার ডি সি ভার্জিনিয়া, অস্টিন, ডালাস ও নিউ ইয়র্কে মুক্তি পেয়েছে ছবিটি। সান ফ্রান্সিসকোতে ৩রা নভেম্বর ছবিটি প্রদর্শিত হয়। জানা যায়, দেশের মতো সেখানকার দর্শকও ‘দেবী’দেখার ব্যাপক আগ্রহ নিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। এরপর পর্যায়ক্রমে ‘দেবী’দেশটির প্রায় ২০টি শহরে দেখানো হবে।   

এ প্রসঙ্গে জয়া আহসান জানান, ‘আমেরিকায় ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ। শুধু সান ফ্রান্সিসকোতে নয়, এটি দেশটির অন্যান্য শহরেও যাবে পর্যায়ক্রমে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হল বুকিংয়ের তালিকা পেয়েছি। এরমধ্যে ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।’    

এছাড়া নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে আগামী ৯ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯টায় এবং পরের দু’দিন শনিবার ও রোববার বিকাল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে।

এদিকে প্রথম সপ্তাহে (১৯শে অক্টোবর) বাংলাদেশে ‘দেবী’ মুক্তি পেয়েছিল মাত্র ২৮টি সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। গত শুক্রবার দর্শক চাহিদা বাড়ার কারণে তৃতীয় সপ্তাহ থেকে ‘দেবী’ চলছে আরো বেশি সিনেমা হলে।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের। দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি