ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিনা-রকির ‘আন্ডার ওয়াটার ডান্স’ ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন হিনা খান। তবে সেখানে তিনি সবুজ বিকিনিতে দর্শকদের ঘুম কেড়ে নিচ্ছেন। আবার কখনও ‘কমলিকা’ হয়ে আগুন ঝরাচ্ছেন তিনি।

সম্প্রতি বন্ধু রকি জয়সয়ালকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন হিনা। সেখানে রকির সঙ্গে সমুদ্রে নেমে ‘আন্ডার ওয়াটার ডান্স’ করলেন আলোচিত এই তারকা।

সেই দৃশ্যের ভিডিও প্রকাশ্য পেয়েছে হিনা খানের ইনস্টাগ্রাম পেজে। যেখানে রকির সঙ্গে বেশ আনন্দেই মেতে রয়েছেন হিনা। এদিকে হিনা এবং রকির ওই ‘আন্ডার ওয়াটার ডান্স’ দেখে ইতিমধ্যেই ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

উল্লেখ্য, সম্প্রতি একতা কাপুরের ‘কসৌটি জিন্দগি কি’ দিয়ে টেলিভিশনে ফিরে আসছেন হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যা কেহলতা হ্যায়’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিগ বসের ঘরে যান হিনা। সেখানে শিল্পা শিন্দের সঙ্গে হিনার তিক্ত সম্পর্ক, শো-এর অন্তিম পর্বে পৌঁছেও মুকুট অধরা থাকায়, দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন হিনা।

কিন্তু, বসের ঘর থেকে বেরোনোর পর হিনাকে আবার কোন শো-এ দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা যায়, ‘কসৌটি জিন্দগি কি’ দিয়ে নাকি আবার টেলিভিশনে ফিরে আসছেন হিনা খান।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি