ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোনালিসার নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী মোনালিসা। ভোজপুরি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা তিনি। সম্প্রতি তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে মোনালিসার ভক্তরা সেই ভিডিও দেখেছে অসংখ্য বার। গত সোমবার তিনি নাচের রিহার্সালের একটি ভিডিও প্রকাশ করেন। বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ সিনেমার ‘জে ম্যানু পিয়ার না মিলে’ গানের তালে নেচেছেন তিনি। নাচে তাকে সঙ্গ দিয়েছেন তারই কোরিওগ্রাফার।

জানা গেছে, স্টার পরিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচবেন মোনালিসা। তাই রিহার্সালে সময় দিচ্ছেন। যদিও অভিনেত্রীর এই কঠোর অনুশীলন নতুন কিছু নয়। এটি তার নিয়মিত কাজ।

ভিডিওটি প্রকাশ করে মোনালিসা লেখেন, ‘যখন রিহার্সাল করছিলাম ... আমার কোরিওগ্রাফারের সঙ্গে।’

উল্লেখ্য, এ পর্যন্ত ১২৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন মোনালিসা। ভোজপুরি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি