ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় পর্দায় একসঙ্গে ফিরছেন জিৎ ও সায়ন্তিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দুই বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন জিৎ ও সায়ন্তিকা। সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাঘ বন্দি খেলা ছবিতে তিনটে ভিন্ন ধরনের গল্প বলা হয়েছে। বাংলা ছবির জগতে হতে চলেছে এক অনবদ্য এক্সপেরিমেন্ট।

এই প্রথমবার জিৎ, প্রসেনজিৎ ও সোহমকে দেখা যাবে একই ছবিতে। কিন্তু তিনজন আলাদা পরিচালকের পরিচালনায় তাদের অভিনয় করতে দেখা যাবে। রাজা চন্দ, সুজিত মন্ডল ও হরনাথ চক্রবর্তি পরিচালিত বাঘ বন্দি খেলার তিনটি অংশ তিনজন পরিচালক ক্রমানুসারে পরিচালনা করেছেন। পরিচালক আলাদা হলেও একই রহস্যকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। ফলত প্রতিটা গল্পেই রয়ে গেছে আগের গল্পের ছোঁয়া।

রাজা চন্দ পরিচালিত বাঘ অংশে অভিনয় করেছেন জিৎ ও সায়ন্তিকা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান মাহি রে, যেখানে জিৎ ও সায়ন্তিকার রোম্যান্স ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় দু`বছর পর একসঙ্গে দু`জনকে পর্দায় দেখতে পেয়ে কার্যতই খুব খুশি সবাই। ইউটিউবে তাদের অভিনীত মিষ্টি প্রেমের গান মুক্তি পাওয়ার পর থেকে বহু মানুষের খুব পছন্দ হয়েছে। বর্তমানে তিন নম্বরে ট্রেন্ড করছে মাহি রে।

এই প্রথমবার সিনেমা হলের বদলে টেলিভিশনে কোন ছবি মুক্তি পেতে চলেছে। স্টার জলসা মুভিজে খুব শীঘ্রই আসছে বাঘ বন্দি খেলা।

সূত্র-এনডিটিভি

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি