ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

#মিটু

অচেনা পুরুষের সঙ্গে হোটেলে যাওয়া ঠিক না: পামেলা অ্যান্ডারসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৮ নভেম্বর ২০১৮

মিটু-ঝড়ে উত্তাল হলিউড থেকে বলিউড। মিটু নিয়ে এবার মুখ খুললেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তবে তিনি মিটু আন্দোলনের পক্ষে নয়; বরং এই আন্দোলনের কড়া সমালোচনা করেছেন।

নব্বইয়ের দশকের সর্বাধিক আলোচিত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের ভাষ্য-‘যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে বইকি! তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেয়ার পক্ষে যথেষ্ট’।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পামেলা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

মিটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে মন্তব্য করে পামেলা বলেন, ‘আমি নিজে নারীবাদী। তবে এখন যে নারীবাদী আন্দোলনের জোয়ার এসেছে, তাতে মোটেও সায় নেই আমার। ব্যাপারটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেয়ার পক্ষে যথেষ্ট।’

‘অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। এমন মন্তব্যের জন্য হয়তো মেরেও ফেলা হতে পারে আমাকে। তবে দুঃখিত, এ আন্দোলনকে সমর্থন করতে পারছি না’-যোগ করেন পামেলা।

প্রসঙ্গত, হলিউডে #মিটু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর অভিযোগ ঘিরে। যৌন নির্যাতন তো বটেই, ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এর পর বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন ‘হট’ অভিনেত্রী তনুশ্রী।

তবে অভিযোগকারিণীদের প্রতি সমব্যথী হওয়ার বদলে, ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য তাদেরই দায়ী করেছেন পামেলা।

মা পামেলাকে এসব বিষয়ে সতর্ক করেছেন উল্লেখ করে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে মা আমাকে বুঝিয়েছিল, অচেনা লোকের সঙ্গে হোটেলের ঘরে ঢোকা উচিত নয়। বাথরোব পরে কেউ দরজা খুললে তো কথাই নেই, সেটি কখনই পেশাগত মিটিং হতে পারে না।

তাই কখনও অচেনা লোকের সঙ্গে হোটেলে দেখা করতে গেলে সঙ্গে কাউকে নিতে হয়। এটুকু সাধারণ বুদ্ধি তো সবারই থাকা উচিত। তা সত্ত্বেও যদি কেউ অচেনা কারও হোটেলের ঘরে ঢুকে, তা হলে আগুপিছু ভেবে নিশ্চয়ই গেছে। তা হলে আর প্রতিবাদ কেন? কাজ হাসিল করে বেরিয়ে এসো।’

সূত্র : আনন্দবাজার।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি