ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও মাত করলেন প্রিয়া প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তিনি ভারতের ‘উইংক গার্ল’। তার চোখের ইশারায় মাত হয়ে যায় পুরো বিশ্ব। শুধু চোখের ইশারা নয়, তার হাসিতেও মজে আট থেকে আশির হৃদয়। যিনি আর কেউ নন, দক্ষিণী-কন্যা পিয়া প্রকাশ ওয়ারিয়র। এবার সেই প্রিয়া প্রকাশ আবারও আলোচনায়।

সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে একটি ছবি শেয়ার করেছেন দক্ষিণী-কন্যা প্রিয়া। যেখানে তার দেখা মেলে একেবারে ভিন্ন লুকে। একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রিয়া যখন তার নিজের ছবি প্রকাশ করেন সোশ্যাল সাইটে, তা নিয়ে এক প্রকার হইচই পড়ে যায়।

সেই ছবিতে প্রিয়াকে সোনালি রঙের পোশাকে বেশ দারুণ লাগছিলো। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে তা লুফে নেয় নেটিজেনরা। আর এতেই আবারও ভাইরাল হলো ভাইরাল কন্যা।
উল্লেখ্য, মালায়লম সিনেমা ‘ওরু আদার লাভ’-এর একটি দৃশ্যে প্রিয়া প্রকাশের চোখ টিপির দৃশ্যই তাকে ভাইরাল করে। ওই সিনেমায় রওশন আবুল রউফ নামে আরও এক অভিনেতার সঙ্গে দেখা যায় দক্ষিণী এই কন্যাকে। সেই থেকে শুরু। এরপর এই সিনেমার গানেই প্রিয়া এবং আবদুল রউফের রসায়ন দেখে কুপোকাত হয়ে পুরো বিশ্ব। এরপর দক্ষিণের বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা যায় প্রিয়াকে।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি