ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেমন হবে দীপিকা-রণবীরের ফুলশয্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সেনসেশন দীপিকা-রণবীরের বিয়ে ১৪ নভেম্বর। বিয়ে হবে ইতালির লেক কোমোর ভিলা বলবিয়ানেলো। ইতোমধ্যে ইতালি পৌছে গেছে ‘মিয়া-বিবি’।    

হাতে আর দু`দিন। ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা। সব আয়োজন সম্পন্ন। এখন চলছে তুলির শেষ আচড় দেয়ার পালা।

বিয়ের মঞ্চ থেকে খাওয়ার মেন্যু সব ঠিকঠাকা। দীপিকা রণবীরের ফুলশয্যা কেমন হবে সেটিও ঠিক হয়ে গেছে।

ইতোমধ্যে ইতালিতে পৌঁছে গেছেন দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশ, হেয়ারস্টাইলিস্ট অমিত ঠাকুরসহ আরও বেশকয়েকজন। করিশমা প্রকাশ ইতোমধ্যে তিনি লেক কোমোর যে হোটেলে গিয়ে উঠেছেন, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। পাশাপাশি লেক কোমোর যাত্রাপথের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন।

দীপবীরের ইতালির বিয়ের অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান, ১৩ নভেম্বর রয়েছে দীপিকা-রণবীরের সঙ্গীত সেরিমনি, ১৪ নভেম্বর রয়েছে কন্নড় রীতিতে বিয়ে আর ১৫ নভেম্বর সিন্ধি পাঞ্জাবি মতে বিয়ে।

এই অনুষ্ঠানের পরদিনই দেশে ফিরে আসার কথা রয়েছেন সিং ও পাড়ুকোন পরিবারের। ইতিমধ্যে জোর কদমে সেজে উঠছে লেক কোমোর ভিলা বলবিয়ানেলো।

সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপে মুড়ে ফেলা হয়েছে `দীপবীর`-বিছানা সহ গোটা ঘর, সাজিয়ে তোলা হচ্ছে বাতি দিয়ে।

প্রসঙ্গত, দীপবীরের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারে সদস্যরা ছাড়া বলিউডের দুই তারকার ঘনিষ্ঠ কিছু ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। এই তালিকায় রয়েছেন, সঞ্জয়লীলা বনশালি, শাহরুখ খান, অর্জুন কাপুরের মতো তারকারা।

সূত্র : জিনিউজ।

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি