ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

হলিউড সিনেমা ‘ঢাকা’র শুটিং শুরু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৩, ১২ নভেম্বর ২০১৮

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অপহরণ করা হয় এক কিশোরকে। তাকে উদ্ধারে শুরু হয় অভিযান। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে হলিউড চলচ্চিত্র ‘ঢাকা’। ইতোমধ্যে ছবিটির দৃশ্যেধারণের কাজ শুরু হয়েছে।   

এতে অংশ নিতে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। এরই মধ্যে তিনি শুটিংয়েও অংশ নিয়েছেন। আর দৃশ্যধারণের প্রথম দিককার কয়েকটি ছবি তার টুইটারে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে যুদ্ধংদেহী হেমসওর্থকে।

এই তারকা চারটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

‘ঢাকা’ ছবিটির পাণ্ডুলিপির দায়িত্বে আছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। আর ছবিটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ।

জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটি প্রধান নায়কের ভূমিকায় আছেন ক্রিস হেমসওর্থ। নেটফ্লিক্সের জন্য নির্মাণাধীন ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। ছবিটির শুটিং চলছে ভারতে। এরপর হবে যুক্তরাজ্যে।

সূত্র: সিনেমা ব্লেন্ড

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি