দীপিকা-রণবীরের বিয়ের ভেন্যুর একদিনের ভাড়া কত জানেন?
প্রকাশিত : ০০:০৯, ১৪ নভেম্বর ২০১৮
নভেম্বর৷ শীতের ছোঁয়া একটু আধটু পাওয়া গেলেও বলিউড সরগরম অন্য কারণে৷ কারণ হাজারো হই হট্টগোলের মাঝে এখন ওয়েডিং সিজন৷ আর ওয়েডিং কাপল যখন দীপিকা-রণবীর তখন তাক লাগানো ব্যাপার স্যাপার যে তাতে থাকবে এ আর নতুন কি! কিন্তু সেই চমক সবাই ডাইজেস্ট করতে পারবে তো? কেন বলছি? কারণ এই দুই তারকা যে সব ভেন্যু সিলেক্ট করেছেন, তার এক একদিনের ভাড়া শুনলে চক্ষু চড়কগাছ হবেই৷ একটু খুলেই বলা যাক৷
দীপিকা-রণভীরের বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে তা নিয়ে হইচইও কম নয়৷ ইতালিতে বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ শোনা যাচ্ছে যেখানে বিয়ে হবে সেখান থেকে কিছুটা দূরেই দীপিকা-রণবীরের আত্মীয়রা থাকবেন৷ আর তারই ইনসাইড ডিটেলস দেব আপনাদের৷
বিয়ের সমস্ত রীতিনীতিই তাঁরা মানবেন বলে জানা গিয়েছে৷ যার মধ্যে প্রথমটি হল সিন্ধি রীতি৷ এবং অন্যটি কোঙ্কনি৷ তবে সমগ্র অনুষ্ঠানটিই প্রাইভেট রাখা হবে৷ বিয়েতে কারা কারা উপস্থিত থাকবেন তার তালিকাও রেডি৷ আর তার মধ্যে সঞ্জয় লীলা বনশালি এবং ফারহা খান যে রয়েছেন তা একপ্রকার নিশ্চিত৷ দীপিকা রণভীরের বিয়ে লেক কোমোর Del Balbianello -তে হবে৷
সোমবার দুপুরেই এই জায়গাটি সাজিয়ে তোলার জন্য আর্টিস্ট হাজির হয়ে গিয়েছে৷ যে রিসর্টে দুই তারকা এবং তাঁদের পরিবার রয়েছেন সেখানে ৭৫টি রুম রয়েছে৷ চারটি রেস্তোরাঁ এবং বার রয়েছে৷ এছাড়া কনফারেন্স রুম, একটি স্পা, ইনডোর সুইমিং পুল, লেকে আউটডোর ফ্লোটিং পুল রয়েছে৷
রিপোর্ট অনুযায়ী, দীপিকা রণবীরের পরিবার আত্মীয়রা যেখানে রয়েছেন সেই লাগজারি প্রপার্টির একটি রুমের ন্যূনতম ভাড়া ৪০০ ইউরো(প্রায় ৩৩,০০০ টাকা)৷ সেখানে ৭৫টি রুম রয়েছে৷ সেই হিসেবে দেখলে প্রতিদিনের রুমের ভাড়াতে ২৪,৫৫,০০০ টাকা খরচ হবে৷ এক সপ্তাহের জন্য ১,৭৩,২৫,০০০ টাকা খরচ হবে৷
এই সিজনে ১৭ নভেম্বর পর্যন্ত রিসর্টটি বুক করা হয়েছে৷ তারপরে রিসর্টটি বন্ধ হয়ে যাবে৷ ফের খুলবে আগামী বছরের মার্চে৷ শোনা যাচ্ছে, ওয়েডিং ভেন্যুতে রণবীরের গ্র্যান্ড এন্ট্রি হবে৷ তিনি সিপ্লেনে করে আসবেন৷ এই সিপ্লেনে ১৪ জন বসতে পারে একসঙ্গে৷ অন্যদিকে আত্মীয়রা আসবেন বোটে করে৷
তবে ইতালিতে আমন্ত্রিতের তালিকা খুব দীর্ঘ না হলেও, মুম্বইয়ে যে তা ভালোই দীর্ঘ হবে বলাই বাহুল্য৷
এসি