ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তি পেল ‘কেদারনাথ’র ট্রেলার (দেখুন ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লাভ-জিহাদের প্রচার করছে ‘কেদারনাথ’। এই অভিযোগ উঠেছে সারা আলি খানের ডেবিউ সিনেমাটি নিয়ে। তবে সমস্ত অভিযোগকে উপেক্ষা করে সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যে যাই বলুক, ট্রেলারে মুগ্ধ সবাই।
ডেবিউ সিনেমাতেই চমক সৃষ্টি করেছে সারা। তার চোখে মুখে অভিনয় ক্ষমতার দৃঢ়তা ফুটে উঠছে। ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা তৈরি করতে প্রস্তুত নায়িকা। অধিকাংশ দর্শকের মতে জাহ্নবী কাপুরের চেয়ে বেশি গুণি অভিনেত্রী সারা। তার কথা বলার স্টাইল, চোখের চাহুনি, সব কিছুতেই রয়েছে সাবলিল একটা ভাব।

তিন মিনিটের ট্রেলারে নিজের সবটুকু উজার করে দিয়েছেন তিনি। তিন মিনিটেই সারার অসাধারণ পারফরমেন্স নজর কাড়েছে নেটিজনদের। সিনেমাতে তিনি এক হিন্দু পরিবারের মেয়ে লতার ভূমিকায় অভিনয় করেছেন। মা-বাবার সামনে শান্ত শিষ্ট থাকলেও দু’চোখে দুষ্টু-মিষ্টি ভাবও রয়েছে।
অন্যদিকে সুশান্ত অভিনয় করেছেন মুসলিম ছেলে মাসুরের চরিত্র। হিন্দু-মুসলিম সম্পর্ক। সেই সঙ্গে কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগ। এগুলোকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার চিত্রনাট্য।

অভিনষেক কাপুর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ ডিসেম্বর।

ট্রেইলার ভিডিও দেখুন :

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি