ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুস্মিতার আবেদনময়ী ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:২৯, ১৪ নভেম্বর ২০১৮

সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

রোহমান শোলের সঙ্গে বলিউড সেনসেশন সুস্মিতা সেনের প্রেমের খবর পুরনো। বিয়ের গুঞ্জন নিয়েও খবর প্রকাশ হয়েছে। যদিও সুস্মিতা সেটি উড়িয়ে দিয়েছেন।

বলিউড সেনসেশন সুস্মিতা সেনের সঙ্গে রোহমানের বিয়ে নিয়ে যখন গুঞ্জন ঢালপালা মেলছে, তখন সুস্মিতার একটি আবেদনময়ী ছবি ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন প্রেমিক রোহমান শোল।

ছবিটিতে এখন পর্যন্ত ৬৮ হাজার লাইক পড়েছে। মঙ্গলবার সুস্মিতাই ইনস্টাগ্রামে নিজের মিষ্টি ছবিটি শেয়ার করেছেন।

ক্যাপশনে লেখেন-‘মেকিং এ উইশ।` ছবিটি দেখে সাবেক বিশ্বসুন্দরীর অসামান্য রূপই শুধু সামনে আসেনি, সঙ্গে প্রকাশ পেয়েছে রোহমান শোলের ট্যালেন্টও।

এই ছবিটি যেটি কিনা ৬৮ হাজার লাইক পেয়েছে, সেটি রোহমানেরই তোলা। সুস্মিতা হ্যাশট্যাগ দিয়ে লেখেন- বার্থডে মান্থ, উইশলিস্ট ও ইউনিভার্স কন্সপায়ার্স।

রোহমান ইতিমধ্যে অনেক বিখ্যাত ডিজাইনারদের হয়ে র‌্যাম্পে হেঁটেছেন। ইদানীং তাকে সুস্মিতার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে। কোথাও তারা একসঙ্গে কাজ করছেন, কোথাও সুস্মিতার মেয়েদের সঙ্গে আনন্দ করছেন।

সুস্মিতা ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হন। বলিউডে ১৯৯৬ সালে দস্তক ছবিতে তার অভিষেক হয়। এ ছাড়া বিবি নাম্বার ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হু না ছবিতে তিনি ছিলেন।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি