ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লেক কোমোয় বিয়েতে রণবীর-দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইতালির লেক কোমোয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর ও দীপিকার। গত ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী তাদের বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে পুরো লেক কোমোয়। কিন্তু জাঁকজমক এই বিয়েতে তাদের নিজস্ব চিত্রগ্রাহক ছাড়া অন্য কারোর ছবি তোলার অনুমুতি ছিল না। 

সিন্ধ্রি রীতি অনুযায়ী, এই দম্পতি সাত ফেরে নেন এবং একে অপরকে প্রতিশ্রুতিও দেন। রণবীর তার স্বাভাবিক ভঙ্গিতেই বরযাত্রী নিয়ে হাজির হন বিয়ের মণ্ডপে। শুধু তাই নয়, ‘মেরা প্যান্ট ভি সেক্সি’, ‘চুনারি চুনারি’ ও ‘ওয়ান টু কা ফোর’ গানে চুটিয়ে নাচও করেন তিনি। সাদা শেরওয়ানি ও লাল পাগড়িতে দেখা যায় তাকে। দীপিকা মণ্ডপে হাজির হন গোলাপি লেহেঙ্গায়।

এ বিয়েতে দুই পরিবারকেই সাদা ও সোনালি পোশাকে দেখা যায়। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই ভক্তদের ভালোবাসায় সিক্ত হন টুইটারে। বলিউড তারকা থেকে শুরু করে দীপিকা ও রণবীরের অনুরাগীরা অভিনন্দন জানান তাঁদের।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি