ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছরে মাদাম তুসোয় দীপিকার মূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সবে মাত্র বিয়ে সম্পন্ন হলো। তবে এখনও আনুষ্ঠানিকতা বাকি। এরই মধ্যে দীপিকা পাড়ুকোন’র জন্য সুখবর। নতুন বছরে মাদাম তুসোর মিউজিয়াম উদ্বোধন করতে যাচ্ছে দীপিকার মোমের মূর্তি।
যদিও চলতি বছরের জুলাই মাসে মূর্তি তৈরির ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু সেটি কবে উদ্বোধন হবে তা জানানো হয়নি। এবার নিশ্চিত করা হয়েছে নতুন বছরেই মাদাম তুসোয় উঠছে দীপিকার মূর্তি।
বলিউড, হলিউডের বড় বড় তারকার সঙ্গে থাকবে দীপিকার মূর্তি। যা কিনা নববধূকে এ বিখ্যাত মিউজিয়ামের পক্ষ থেকে ওয়েডিং গিফট।
অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও শাহরুখ খানের পর এ অর্জনে এবার যুক্ত হলেন দীপিকা।
বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত দীপিকা। কারণ মধুর দিনে আনন্দের খবর তাকে আরও পূর্ণ করেছে।
সূত্র :
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি