ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের মা হলেন নেহা ধুপিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৫, ১৮ নভেম্বর ২০১৮

অঙ্গদ ও নেতা ধুপিয়ার বিয়ের ছবি।

অঙ্গদ ও নেতা ধুপিয়ার বিয়ের ছবি।

Ekushey Television Ltd.

মা হলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ দেবী দম্পতি । রোববার সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন নেহা। এটাই জনপ্রিয় এই জুটির প্রথম সন্তান।

নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসিত ভক্তরা। সকলেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে শুভেচ্ছা জানান অনেকেই। শক্তি রাজপুত নামে একজন লিখেন- কন্যা সন্তানের জননী নেহা ধুপিয়াকে অভিনন্দন।

দীর্ঘ প্রেমের পর গত মে মাসে বিয়ের পিড়িতে বসেন নেহা ও অঙ্গদ। তখন থেকেই গুঞ্জন ছিল নেহা সন্তানসম্ভবা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে পিঁড়িতে বসেন তাঁরা।

যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন নেহা। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদ বেদী ও তাঁর পরিবারও। এমনকি নেহার বাবাও মিথ্যে গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

পরে অবশ্য নেহা বেবি শাওয়ার করেন। তখন অঙ্গদ সোশ্যাল সাইটের মাধ্যে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন।

নেহার বক্তব্য ছিল, তিনি সন্তানসম্ভবা জানতে পারলে কাজ পাওয়ার অসুবিধা হবে সে কারণেই তিনি প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি