ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরে দীপিকাকে নিয়ে নিজ বাড়িতে রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের মূল পর্ব হয়েছে ইতালিতে। সেখান থেকে নিজ দেশে ফিরেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। রবিবার তারা ভারতের মুম্বাই ফেরেন। এ দিন দীপিকাকে নিয়ে মুম্বাইয়ে নিজের বাড়িতে ওঠেন রণবীর।
মুম্বাই বিমানবন্দরে দেখা যায়, ক্রিম রঙের সালোয়ার পরেছিলেন দীপিকা। সঙ্গে লাল বেনারসি চাদর। আর সোনার গয়না তো আছেই।

অপরদিকে দীপিকার জীবন সঙ্গী রণবীর পরেছিলেন ক্রিম রঙের কুর্তার ওপর লাল বেনারসি প্রিন্টের জ্যাকেট। দুজনের পোশাকই ডিজাইন করে দিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, নিজেদের বিয়ের নাকি বিমা করিয়েছেন দীপিকা-রণবীর।

কোঙ্কনি এবং সিন্ধ্রি প্রথায় বিয়ে সম্পন্ন হয় তাদের। কড়া নিরাপত্তায় অতিথিদের ছবি না তুলতে অনুরোধ করেছিলেন তারা। পরে অবশ্য নিজেরাই ছবি শেয়ার করেছিলেন।
সূত্র :
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি