ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানি প্রসঙ্গে যা বললেন প্রীতি জিনতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘# মি-টু’ আন্দোলন। বিষয়টি নতুন কিছু নয়। বিশ্বজুড়ে চলছে এই আন্দোলন। বলিউডেও সেই বাতাস বইছে। নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর যা আরও উত্তাপ ছড়ায়। একাধিক অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এবার ‘মি-টু’ নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
বলিউডে ক্যারিয়ার গড়তে এসে নিজে যৌন হয়রানির শিকার হননি বলে জানান প্রীতি। তিনি বলেন, আমার এধরনের কোনও অভিজ্ঞতা নেই।  আর একটা কথা সত্যি যে মানুষ তোমার সঙ্গে সেভাবে ব্যবহার করবে যেমনটা তুমি সুযোগ দেবে।
প্রীতি জিনতা আরও বলেন, ‘এটা সত্যি যে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ তাদের ক্ষমতার অপব্যবহার করেন। অনেক নারী ‘মি-টু’ বিষয়টিকে নিজেদের প্রচারণায় ব্যবহার করছেন। আবার সত্যিই এমন ঘটনার শিকার হয়েছেন অনেক নারী।’
যৌন হয়রানি শুধু বলিউডে নয়, সব জায়গাতেই আছে বলে মনে করেন প্রীতি।

তিনি বলেন, ‘মি-টু’ বিষয়টা শুধু বলিউডেই নয়, সর্বক্ষেত্রেই রয়েছে। তার জন্য গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে খারাপ বলা অন্যায়। কারণ এখানে অনেক ভালো লোকও রয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি