ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান খানকে প্রাণ নাশের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ২০ নভেম্বর ২০১৮ | আপডেট: ০০:১১, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খানের ফ্যানের সংখ্যা যে দিনে দিনে বেড়ে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ ভক্তরা নিজেদের প্রিয় তারকার জন্য পাগলামি করবে সেটাই স্বাভাবিক৷ তবে এবারের বিষয়টা একেবারেই অন্য৷ এক ব্যক্তি সালমানের কর্মচারীকে ফোন করে প্রাণের হুমকি দিতে শুরু করে৷ জানা গিয়েছে, হুমকি দেওয়ার আগে নাকি বহুবার সালমানের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিল সে৷ অভিনেতার সঙ্গে কাজ করতে চায়৷ তার কথা শোনা না হলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয় সে৷    

ব্যক্তির নাম ফারুক আলিয়াস শেরু৷ উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে৷ প্রসঙ্গত প্রাণের হুমকি ছাড়াও সালমানের সমস্যা বেড়েই চলেছে৷ তাঁর আগামী ছবি ‘ভারত’ নিয়েও শুরু হয়েছে আইনি সমস্যা৷ সম্প্রতি সালমান খানের ‘ভারত’ ছবির একটি লুক রিভিল করেন পরিচালক আলি আব্বাস জাফর৷ ভারতের সীমান্তে অন্য অবতারে পেছন ঘুরে দাঁড়িয়ে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ৷ ফরমাল স্যুট পরে সালমান অন্যদিকে শাড়ি এবং শাল গায়ে দিয়ে ক্যাটরিনা৷ একটি দৃশ্যের স্টিল এই পোস্ট৷ এই দৃশ্যে নাকি ওয়াঘা সীমান্তে পাকিস্তানের পতাকা উত্তোলনের কথা ছিল৷

‘International Business Times’র প্রতিবেদন অনুযায়ী, এমনই একটি শট থাকার কথা ছিল ‘ভারত’ ছবিতে৷ সেই নিয়ে বিপদে পড়লেন সালমান৷ এই সিক্যুয়েন্সটি শ্যুট করতে গিয়ে নিরাপত্তার সমস্যা শুরু হয়৷ অগত্যা শটটি সেই দৃশ্য থেকে বাদ দিতে হয়৷ কিন্তু পরিচালক আলি আব্বাস জাফর অনড়৷ সেখানেই শ্যুট করার অনুমতি না পাওয়ায় পঞ্জাবের একটি গ্রামে গিয়ে পাকিস্তানের পতাকা নাকি উত্তোলন করেন! আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী৷ সালমানের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেন তারা৷

প্রসঙ্গত, স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভারত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওড টু মাই ফাদার’ ছবির রিমেক। হিন্দি রিমেকের পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকেও খানিকটা অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি