ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসি নাকি রোনাল্ডো, কাকে পছন্দ আলিয়ার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ০০:১১, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবল বিশ্ব হোক বা সাধারণ ফুটবলপ্রেমী, এই দ্বন্দ্ব সারা জীবনের। লড়াইও অনন্ত। কে এগিয়ে, কে পিছিয়ে, কে সেরা, কে নায়ক এর কোনও বিরাম নেই। বিষয় যখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে তখন এই লড়াই থাকবেই।

মেসি ও রোনাল্ডো দু`জনেই পাঁচবার করে ব্যালন ডি`ওর জিতেছেন। যদি দু`জনের সাফল্যের কথা বলা হয় তা হলে কেউই এখনও বিশ্বকাপ পাননি। রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল ২০১৬তে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে।

অন্যদিকে মেসির দৌলতে ২০১৪ বিশ্বকাপে রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা। দু`জনের ক্লাব ফুটবলের ক্ষেত্রে সাফল্য অনেকবেশি। তাই যখনই পছন্দের কথা আসে তখন রোনাল্ডো ও মেসি ভক্তরা দু`ভাগ।

সোমবার ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে আলোচনায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কাছেও এই প্রশ্ন রেখেছিলেন কোনও এক ফুটবল ভক্ত। আলিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল কে ভাল ফুটবলার?

২৫ বছরের আলিয়া জবাব দিয়েছিলেন, ‘মেসি`।

তথ্যসূত্র : এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি