ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

নতুন পরিচয়ে অ্যাঞ্জেলিনা জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৫ নভেম্বর ২০১৮

অ্যাঞ্জেলিনা জোলি। জনপ্রিয় হলিউড অভিনেত্রী। এবার তিনি নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রেডিওর অতিথি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করছেন অভিনেত্রী। এ তথ্য বিবিসি রেডিওর পক্ষ থেকেই জানানো হয়েছে।

এ বিষয়ে বিবিসির রেডিও ও সঙ্গীত বিভাগের পরিচালক বব শেনান জানান, বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উৎসব সূচি। এরই অংশ হিসেবে এর সম্পাদকের চেয়ারে জোলিকে বসানো হচ্ছে জোলিকে।’
রেডিওটির ‘টুডে’ অনুষ্ঠানটির সম্পাদনা করবেন জোলি।

এ বিষয়ে জোলির মুখপাত্র জানান, ইতোমধ্যে হলিউডের এই অভিনেত্রী-নির্মাতা প্রস্তুতি পর্ব শুরু করেছেন। ‘টুডে’ অনুষ্ঠানের কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তার। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জোলি।
সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি