ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দীপু হাজরার ‘দূরত্বের নাম অভিমান’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫৩, ২৬ নভেম্বর ২০১৮

অন্যের জিনিষ চুরি করাই রিংকির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কোথাও গেলে ছোটখাটো জিনিষ সে চুরি করে নিয়ে আসে। কখনো কখনো সেসব ব্যবহারও করেনা, ফেলে দেয়। মূলত সে ক্লিপটোম্যানিয়া (চুরি রোগ)-এ আক্রান্ত।     

একদিন প্রসাধনী সামগ্রীর এক দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এরপর ঘটনা গড়ায় থানা পর্যন্ত। অবস্থা বেগতিক দেখে প্রেমিক অভিককে ফোন দেয়। পরে সে আসে। বিষয়টি মধ্যস্ততা করে। পুলিশের ওসি এসময় অভিককে পরামর্শ দেয় তার বান্ধবীকে সাইকিয়াট্রিস্ট দেখাতে। এভাবে এগুতে থাকে ‘দূরত্বের নাম অভিমান’ নাটকের গল্প।

সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।    

তিনি বলেন, ভিন্নধর্মী একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। নির্মাণশৈলীতে চেষ্টা করেছি ত্রুটি না রাখার। বাকীটা দর্শকই বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, ভালো কিছুই পেতে যাচ্ছেন তারা।

‘দূরত্বের নাম অভিমান’ নাটকের বিভিন্ন চরিত্রে ড.ইনামুল হক, সাবিলা নূর, মনোজ প্রামাণিক, রিমি করিম, আসিফ নজরুল, মিলি মুন্সী, বৈশাখী গৌরি, মোহনা প্রমুখ অভিনয় করেছেন।

গ্রামীণ ফোন নিবেদিত এই নাটকটি শিগগিরই জিটিভিতে প্রচারিত হবে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি