রামেন্দু মজুমদার পেলেন ‘আইটিআই পদক’
প্রকাশিত : ১০:০০, ২৬ নভেম্বর ২০১৮
এ বছর আইটিআই পদকে ভূষিত হয়েছেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর সাবেক বিশ্ব সভাপতি ও বর্তমান সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। গত ২৩ নভেম্বর চীনের হাইকুর হাইনান অপেরা হাউজে আইটিআই-এর ৭০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আইটিআই-এর প্রতি তার দীর্ঘকালের প্রতিশ্রুতি ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান জানানো হয়।
রামেন্দু মজুমদারের সঙ্গে আইটিআই পদকে ভূষিত হয়েছেন আরও দু’জন সাবেক আইটিআই সভাপতি দক্ষিণ কোরিয়ার জং-ওক কিম এবং জার্মানির ম্যানফ্রেড বাইলহার্জ।
ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় এই উদযাপন অনুষ্ঠান এবং হাইকু থিয়েটার ফেস্টিভ্যালে প্রায় ২০০ জন বিদেশি ও চীনা প্রতিনিধি যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রামেন্দু মজুমদারের পাশাপাশি যোগ দিয়েছেন আইটিআই-এর প্রকাশনা পর্ষদের সচিব বাবুল বিশ্বাস।
এসএ/