শুক্রবার ৪৭ হলে মুক্তি পাচ্ছে ‘দহন’
প্রকাশিত : ২০:৪৩, ২৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৬, ৩০ নভেম্বর ২০১৮
বছরের আলোচিত ছবি ‘দহন’ শুক্রবার দেশের ৪৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ‘দহন’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন সিয়াম আহমেদ আর নায়িকা চরিত্রে রয়েছেন পূজা চেরি। আরও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই দহন সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। বাসে ট্রেনে গাড়িতে আগুন দেয়। সেই আগুনে কখনো কখনো পুড়ে মরে আপনজন। অন্যদিকে মাদক আমাদের সমাজকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দহন’।
‘দহন’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ। সিনেমাটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও কলকাতার আকাশ সেন।
যেসব সিনেমা হলে ‘দহন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে-
১। স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি,ঢাকা ( ১১:০০, ১:৫০ , ৪:৩০, ৭:১০)
২। ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক(১১:৩০, ২:১৫, ৫:০০,৭:৪০)
৩। শ্যামলী সিনেমা – ঢাকা( ১২:০০, ২:৪০, ৫:৩০, ৮:০০)
৪। মধুমিতা সিনেমা- ঢাকা
৫। বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা
৬। চিত্রামহল সিনেমা – ঢাকা
৭। রানীমহল সিনেমা – ডেমরা
৮। সিলভার স্কিন – চট্টগ্রাম ( শুক্রবার: ২:০০, ৪:১৫, শনিবার থেকে বৃহস্পতিবার ২:৩০, ৪:৩০)
৯। চম্পাকলি সিনেমা – টঙ্গী
১০। বর্ষা সিনেমা –জয়দেবপুর
১১। নিউ মেট্রো সিনেমা – নারায়ণগঞ্জ
১২। সেনা সিনেমা – সাভার
১৩। মনিহার সিনেমা – যশোর
১৪। নন্দিতা সিনেমা – সিলেট
১৫। ছায়াবাণী সিনেমা – ময়মনসিংহ
১৬। আলমাস সিনেমা – চট্টগ্রাম
১৭। সনিয়া সিনেমা – বগুড়া
১৮। রুপকথা সিনেমা – পাবনা
১৯। মডার্ন সিনেমা – দিনাজপুর
২০। অভিরুচি সিনেমা – বরিশাল
২১। লিবার্টি সিনেমা- খুলনা
২২। রাজ সিনেমা – কুলিয়ারচর
২৩। মম-ইন–বগুরা
২৪। কেয়া সিনেমা – টাঙ্গাইল
২৫। মধুমতি সিনেমা- ভৈরব
২৬। শংখ সিনেমা – খুলনা
২৭। শাপলা সিনেমা – রংপুর
২৮। চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর
২৯। আলমডাঙ্গা সিনেমা- আলমডাঙ্গা
৩০। অনামিকা সিনেমা – পিরোজপুর
৩১। বাবু সিনেমা- কিশোরগঞ্জ
৩২। বৈশাখী সিনেমা – নরিয়া
৩৩। ছন্দা সিনেমা – কালীগঞ্জ
৩৪। দিনান্ত সিনেমা – কেশরহাট
৩৫। গ্যারিশন সিনেমা – দয়ারামপুর
৩৬। লাইটহাউজ সিনেমা – পারুলিয়া
৩৭।মমতাজমহল সিনেমা – নীলফামারী
৩৮। নসীব সিনেমা – শাপাহার
৩৯। রাজু সিনেমা – ঈশ্বরদী
৪০। রঙ্গধনু সিনেমা – নজিপুর
৪১।রুপালী সিনেমা – পাচবিবি
৪২। শাহীন সিনেমা- বল্লাবাজার
৪৩।সখী সিনেমা – হোসাইনপুর
৪৪। সোনালী সিনেমা – ঘোড়াঘাট
৪৫। সনি সিনেমা – ইসলামপুর
৪৬। উল্লাস সিনেমা - বীরগঞ্জ
এবং
৪৭। কাজী নজরুল ইসলাম মিলনায়তন,
রাজশাহী বিশ্ববিদ্যালয় (শো-টাইম - ৩:০০, ৬:০০)
এসি