ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জিরো’র সেটে আগুন, অল্পতে রক্ষা পেলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩১, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আর মাত্র তিন সপ্তাহ বাকি শাহরুখ খান অভিনিত সিনেমা ‘জিরো’ রিলিজের। এরই মধ্যে ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা। আগুন লেগেছে ‘জিরো’ সিনেমার সেটে। বৃহস্পতিবার গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে ‘জিরো’র শ্যুটিং সেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শাহরুখ খান ও আলিয়া ভাট ছিলেন সেটেই। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে। এ সময় হঠাৎই আগুন লেগে যায় সেটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় শাহরুখ খান নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশেই ছিলেন আলিয়া ভাট। তবে শাহরুখসহ সেটের সবাই নিরাপদে আছেন।
তারকা সমৃদ্ধ সিনেমা ‘জিরো’তে অভয় দেওয়াল, জাভেদ জাফরি, মাধবনের মতো অভিনেতারাও রয়েছেন। অতিথি হিসেবে আছেন সালমান খান, কাজল, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জিও।
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে- শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত এ সিনেমাটি। এরই মধ্যে আনন্দ এল রাইয়ের এ সিনেমার ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। যা প্রকাশের পর থেকে দারুণ সাড়া ফেলেছে।
সূত্র : এনডিটিভি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি