ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেরা ২০ সুন্দরীর তালিকায় ঐশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৬, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘মিস বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী রয়েছেন চীনের সানাইয়া শহরে। সেখানে চলছে ৬৮তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইতিমধ্যে মিস ওয়ার্ল্ডের সেরা ২০ জন সুন্দরীর তালিকায় জায়গা করে নিয়েছেন ‘মিস বাংলাদেশ’।
আগামী ৮ ডিসেম্বর চীনের সাংহাই শহরে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ওই দিনই বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেয়া হবে।
এদিকে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেয়া উত্তরের ওপর ভোট গ্রহণ চলে। যাতে গ্রুপ-৬ থেকে চ্যাম্পিয়ন হয়ে ২০ জনের তালিকায় উঠে আসেন ঐশী।
প্রসঙ্গত, দেশে ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আর কয়েকটি ধাপ সাফল্যের সঙ্গে অতিক্রম করতে পারলেই গ্র্যান্ড ফিনালেতে দেখা যেতে পারে তাকে।
উল্লেখ্য, গত বছর এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন জেসিয়া ইসলাম। তিনি সেরা ৪০-এ জায়গা করে নিয়েছিলেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি