ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐন্দ্রিলার হাতে আংটি, অঙ্কুশের সঙ্গে বাগদান সারলেন? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৫৯, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবার বিয়েটা কি অঙাকুশ সেরেই ফেলছেন? পাত্রী কি টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সম্প্রতি এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণটা কি জানেন?   

সম্প্রতি `দুবাই ডায়রিজ` নামে একটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। যে ছবিতে ঐন্দ্রিলার হাতে একটি বড় আংটি দেখা যায়। যে আংটি দেখে প্রশ্ন করতে শুরু করেন সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জিজ্ঞেস করেন, অভিনেত্রীর হাতে যে আংটি দেখা যাচ্ছে, তা কি `এনগেজমেন্ট রিং`? সুদীপা চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তর খোলসা করে দেননি ঐন্দ্রিলা। উল্টো পাল্টা বলেন `গেস গেস`।

ঐন্দ্রিলা সেনের ওই হেয়ালি দেখেই ফের প্রশ্ন উঠতে শুরু করে। এবার কি তাহলে সত্যিই টলি অভিনেতা অঙ্কুশকে বিয়েটা করেই নিচ্ছেন ঐন্দ্রিলা সেন? যদিও অঙ্কুশ বা ঐন্দ্রিলা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে `ফাগুন বউ`-এ তাঁর রসায়ন দর্শকদের মন কেড়েছে। `ফাগুন বউ`-এর সেই ধারাবহিক সাফল্যের পরই কি এবার শিগগির দীর্ঘদিনের বন্ধু অঙ্কুশের গলায় মালা দেবেন ঐন্দ্রিলা? সেটা আবশ্য সময়ই বলবে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি