ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বৌদি’ ডাকে ঘোর আপত্তি দীপিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৪, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তারা এখন বিবাহিত দম্পতি। তাই বলে দীপিকাকে কিন্তু ‘বৌদি’ অর্থাৎ ভাবি বলে ডাকা চলবে না। এই শব্দটা একটুও পছন্দ নয় দিপ্পির। এই অপছন্দের কথা নিজেই জানিয়েছেন নায়িকা।

গত শনিবার দীপবীরের বলিউড রিসেপশন পার্টি ছিল। সেই পার্টির শুরুতেই সংবাদমাধ্যমের জন্য ক্যামেরার সামনে পোজ দেন দিপ্পি। নব-দম্পতিকে দেখার পরই উচ্ছ্বসিত হয়ে পড়েন পাপারাৎজিরা। রণবীর-দীপিকাও পাপারাৎজির ক্যামেরার সামনে হাসি খুশি মুখে পোজ দেন। হাত মেলান। তাদের সঙ্গে ছবিও তোলেন। এই সময়ই রণবীরকে ‘বাবা’ (এই নামেই তাকে ডাকেন সাংবাদিক বন্ধুরা) বলে এবং নববধূ দিপ্পিকে দেখে মজা করেই ‘ভাবি’ ‘ভাবি’  (বৌদি) বলে ডাকতে থাকেন সকলে। সেময়ই পাপারাৎজিদের দীপিকা জানিয়ে দেন, ‘ভাবি মত বুলাও না’ অর্থাৎ বৌদি বলে ডেকো না প্লিজ।
প্রসঙ্গত, চিত্র সাংবাদিকদের কাছে রণবীর ও দীপিকা বেশ জনপ্রিয়। এই দুই তারাকা কখনওই পাপারাৎজিদের বিশেষ চটান না। সবসময়ই সাংবাদিকদের সামনে হাসি মুখে পোজ দিতে দেখা যায় তাদের।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি