ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিক-প্রিয়াঙ্কার রিসেপশনে নরেন্দ্র মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দফায় দফায় আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের কার্যক্রম। হিন্দু ও খ্রিষ্টান, দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতার পর্ব শেষ করেছেন তারা।

বিয়ের একদিন পরে মঙ্গলবার দিল্লিতে রিসেপশনের আয়োজন করা হয়। সেই প্রথম রিসেপশনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমুখে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন তিনি। তবে প্রিয়াঙ্কা-নিকের দিল্লির রিসেপশনে বলিউডের কোনো সেলিব্রেটিকে দেখা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী রিসেপশনে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া, শ্বশুর পল কেভিন জোনাস এবং শাশুড়ি ডেনিস মিলার জোনাসের সঙ্গেও দেখা করে সৌহার্দ বিনিময় করেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিক জোনাসের দাদা জো জোনাস এবং তার বাগদত্তা ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেত্রী সোফি টার্নারও। দিল্লি রিসেপশনের পর মুম্বাইতেও একটি রিসেপশনের অায়োজন করা হয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি