ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভোগ’র মার্কিন সংখ্যায় প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিল্লিতে রিসেপশনের পর একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়েই ওই অনুষ্ঠানে যান পিগি।  সিঁদুর, চুড়ি পরে সেই অনুষ্ঠান শেষ করার পর, নিককে নিয়ে একটি রেস্তোরাঁয় হাজির হন বলিউডের ‘দেশি গার্ল’। বিয়ের পর এটি প্রথম অনুষ্ঠান।

চুড়ি, সিঁদুর পরলেও, সেখানে বেশ হলিউডি ঢঙেই হাজির হন জোনাস-ঘরণী। কিন্তু, দিল্লির ঠাণ্ডায় ওই পোশাকে একটু যেন অস্বস্তিবোধ করছিলেন প্রিয়াঙ্কা। স্ত্রীর সেই কষ্ট দেখে যেন তা কিছুতেই সহ্য করতে পারেননি নিক জোনাস। নিজের গায়ের জ্যাকেট খুলে সঙ্গে সঙ্গে তিনি তা প্রিয়াঙ্কার গায়ে চাপিয়ে দেন। এতেই বোঝা যায় দুজনার প্রেম কতটা মজবুত।

এদিকে প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে বিশ্বনন্দিত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর মার্কিন সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রচ্ছদে দেখা গেছে সোনালী রঙের গাউনে গ্রেসিয়ান গডেস স্ট্র্যাপ, সঙ্গে বাঘ ছাপ বেল্ট।
বিয়ের পর এবার আরেকভাবে খবর হয়ে এলেন ‘দেশি গার্ল।’ কারণ ‘ভোগ’ ম্যাগাজিনের মার্কিন সংখ্যায় এর আগে কোনো ভারতীয়র মুখ দেখা যায়নি।
সূত্র : ডেইলি মেইল
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি