ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যানসারে আক্রান্ত শাহিদ কাপুর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০০:১৪, ১০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইরফান খান, নাফিসা আলি, সোনালি বেন্দ্রের পর এবার মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা শাহিদ কাপুর? সম্প্রতি বি-টাউনে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শাহিদ নাকি স্টমাক ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে।

কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান জৈইন কাপুরের বাবা হয়েছেন শাহিদ। মিশা ও জেইনকে নিয়ে শাহিদ-মীরার এখন ভরা সংসার। তারই মাঝে খবর ছড়িয়ে পড়ে শাহিদ কাপুর নাকি স্টমাক ক্যানসারে আক্রান্ত। খবরটি সত্যি না মিথ্যে জানতে পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা এই খবরে বেশ রেগে যান। শাহিদের পরিবারের এক সদস্য বলেন, ‘আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এ ধরনের খবর কোথা থেকে পেলেন? এ ধরনের গুজব কারা রটায়?’

প্রসঙ্গত, শাহিদ কাপুরকে শেষবার দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘বেটি গুল মিটার চালু’ ছবিতে। আপাতত শাহিদ ব্যস্ত তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডির হিন্দি রিমেক ‘কবীর সিং’ ছবিতে। এই ছবিতে তার নিজের লুক সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শাহিদ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

শ্যুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন শাহিদ। সম্প্রতি স্ত্রী মীরার সঙ্গে একটি ছবি শেয়ারও করেন শাহিদ।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি