ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশের দ্বারস্থ জেরিন খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী জেরিন খান। নতুন ঝামেলায় জড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি নিজের সাবেক ম্যানেজার অঞ্জলি আথারের বিরুদ্ধে এফআইআর ফাইল করেছেন। মামলা দায়ের করার পেছনে কারণস্বরূপ তিনি জানিয়েছেন, অঞ্জলি তাকে যৌনকর্মী বলে সম্বোধন করেছেন।

জেরিন ও অঞ্জলির মধ্যে সমস্যা শুরু হয় বকেয়া টাকা নিয়ে। অঞ্জলির অভিযোগ ছিল জেরিন তাকে তিন মাসের টাকা পরিশোধ করেননি। যা নিয়ে তর্ক শুরু হয় দু’জনের মধ্যে। এ ঘটনায় জেরিন অঞ্জলিকে চোর বলেছিলেন, যার উত্তরে অঞ্জলি জেরিনকে যৌনকর্মী বলেন। উপস্থিত সবার সামনে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও, এ ঘটনা নিয়েই পুলিশের কাছে অভিযোগ করেছেন জেরিন খান।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি