ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন তৌকীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১০ ডিসেম্বর ২০১৮

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এবার তিনি পরিচালনা করলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এতে অভিনয় করলেন জাকিয়া বারী মম। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের নাম ‘বিরহ উত্তর’। এতে মম ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত ও রওনক হাসান।

প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল হৈচৈয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাবে শিগগিরই। কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে এটি নির্মাণ করেছেন তৌকীর।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ভেঙ্কটেশের নতুন প্রকল্প এটি। অনলাইনের জন্য তারা নির্মাণ করছেন চারটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। এর মধ্যে তিনটি করছেন ভারতের নির্মাতারা। অন্যটি নির্মাণ করছেন তৌকীর।

প্রথমবারের মতো ওয়েব চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আগে আমাকে কেউ এমন প্রস্তাব দেননি। তবে ওরা যখন প্রস্তাব দেয়, বেশ ভালো লেগেছে। এটা মূলত প্রেমের গল্প। গত সপ্তাহে দৃশ্যধারণ শেষ হয়েছে। এর দৈর্ঘ্য ৪৫ মিনিট।’

মম বলেন, ‘এটি একটি সত্যিকারের সুন্দর কাজ। মনে হলো, একজন আসল পরিচালকের পরিচালনায় অভিনয় করলাম। একেবারে গোছানো একটা কাজ।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি