ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘পার্টনার’ নিয়ে আসছেন আইরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১১ ডিসেম্বর ২০১৮

সিনেমা, নাটকের পর এবার জনপ্রিয় হয়ে উঠছে ওয়েব সিরিজ। বিশেষ করে তারকাদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। নির্মাতারাও স্বাচ্ছন্দ্যে কাজ করছেন এ মাধ্যমে। চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে ওয়েব সিরিজে কাজ করার প্রবণতা বাড়ছে।

বেশ কয়েকজন চিত্রনায়িকা বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন চিত্রনায়িকা আইরিন। সিরিজটির নাম ‘পার্টনার’। এটিও পরিচালনা করছেন অনন্য মামুন। কিছুদিনের মধ্যেই এর শুটিং শুরু হবে।

সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, ‘এবারই প্রথম আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে বলে মেলেনি বলে কাজ করা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করছি। অনন্য মামুনের কাজের প্রতি আমার আস্থা আছে। কারণ তার পরিচালনায় আমি ‘আহারে জীবন’ নামে একটি সিনেমাতেও অভিনয় করছি। সেই আস্থা থেকেই তার ওয়েব সিরিজেও কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি