ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘আমি বড় তারকা, প্রচারে অন্য তারকাকে ভাড়া করার দরকার নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১১ ডিসেম্বর ২০১৮

হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে হিরো আলমের অংশগ্রহণ এখন ‘টক অব দ্যা কান্ট্রি’।

রিটানিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণার পর নির্বাচন কমিশনে গিয়েও প্রার্থীতা ফিরে পাননি তিনি। কিন্তু নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

হিরো আলম বলেন, ‘হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল, আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’

এদিকে, নিজে একজন শোবিজ অঙ্গনের আলোচিত তারকা হলেও নির্বাচনী প্রচারণায় কাউকে টানছেন বলে জানিয়েছেন হিরো আলম। আপনি একজন তারকা হিসেবে আপনার নির্বাচনী প্রচারে অন্য কোনো তারকাকে আমন্ত্রণ জানাবেন কি-না?

এমন প্রশ্নে এক জবাবে হিরো আলম বলেন, আমি মনে করি এই মুহূর্তে আমিই সবচেয়ে বড় তারকা।আমি জিরো থেকে হিরো। তাই হিরো হিরোই রয়ে গেলাম। আমি যে এলাকায় মানুষের সাথে দেখা যায় দু-চার-দশ গ্রামের লোক হিরো আলমকে দেখার জন্য ভিড় করে।তাহলে অন্য তারকাকে ভাড়া করে আমার প্রচারে আনার দরকার পড়ে বলে আমি মনে করছি না।

কেআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি