ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড ভেনেসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’ ভ্যানেসা পন্সে দে লিওন।

সোমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশী প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশীর ফেসবুক ভিডিওতে তিনি এ ইচ্ছাপ্রকাশ করেন। ঐশী তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে ভেনেসার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড। এরপর নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে ভিডিওটি ধারণ করেন ঐশী। এ সময় তার প্রশংসা করে ভেনেসা বলেন, ঐশী খুবই পরিশ্রমী।

ভেনেসার প্রশংসা করেন ঐশী। তিনি বলেন, ‘মিস ওয়াল্ড কর্তৃপক্ষ কখনও সেরা প্রতিযোগীকে বেছে নিতে ভুল করে না। ভেনেসা খুবই সুন্দর হৃদয়ের মানুষ।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি