ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার পাইলটের ভূমিকায় জাহ্নবী কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাহ্নবী কাপুরের শুরুটা বেশ চমৎকার। আর সেই সাফল্যের পর সুখবর তার পেছনে ছুঁটছে। একের পর এক বড় ব্যানারের চুক্তিবদ্ধ হচ্ছেন আর সিনেমায় অভিনয় করছেন।

অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ধড়ক’ মোটামুটি সুপারহিট। এরপর তিনি অভিনয় করেছেন করণ জোহরের ‘তখত’ সিনেমাতে। এবারের করণ জোহরের আরও একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন হালের এই নায়িকা।

নতুন এ সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতীয় ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জীবন নিয়ে। তিনি হলেন ভারতের প্রথম মহিলা পাইলট। যিনি ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে চপার উড়িয়েছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈনিকদের নিয়ে আসতেন তিনি। এই সিনেমাতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের নায়ক দুলকার সালমান।

সূত্র : ইন্ডিয়া টাইম
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি