ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কাকে ছেড়ে চলে গেলেন নিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০০:১২, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন মুলুকে উড়ে গেলেন নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কাকে ছাড়াই মার্কিন মুলুকে উড়ে গেলেন তিনি। তবে ২০ ডিসেম্বরের আগে আবারও ভারতে আসতে হবে মার্কিন এই পপ তারকাকে।

কেননা ২০ ডিসেম্বর মুম্বইতে বসবে প্রিয়াঙ্কা-নিকের দ্বিতীয় রিসেপশন। সেই অনুষ্ঠানের আগে ফের ভারতে ফিরতে হবে তাকে। বেশ কিছু জরুরি কাজের জন্য তাই তড়িঘড়ি মুম্বাই ছাড়তে হয় নিক-কে।

মার্কিন মুলুকে যাওয়ার আগে স্বামী নিক জোনাসকে ছাড়তে বিমানবন্দরে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক যখন গাড়ি থেকে নেমে হেঁটে বিমানবন্দরের দিকে যান, তখন যেন বেশ কিছুটা বিমর্ষই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।

গত ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ১ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মতে বিয়ের পর, ২ ডিসেম্বর বসে নিক-প্রিয়াঙ্কার হিন্দু মতে বিয়ের আসর।

পর পর দু`দিন ধরে বিয়ে সারার পর অবশেষে দিল্লিতে ফিরে আসেন নবদম্পতি। আর সেখানেই বসে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রথম রিসেপশন। যেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তথ্যসূত্র: জি নিউজ 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি